May by Known

তুমি কি দেখেছো কভু,
রুটি কিভাবে হয়?
আটার নরমে, তাওয়ার গরমে,
ফুলে ফুলে রুটি হয়।।
আমি তো দেখেছি কত না রুটি,
পুড়ে পুড়ে ছাই হয়।
বেলুনির চাপে কারো কারো রুটি,
মানচিত্রও হয়।
ভাজি রুটিগুলো টানার চোটে,
ছিড়ে ফানা ফানা হয়।
আটার নরমে, তাওয়ার গরমে,
ফুলে ফুলে রুটি হয়,
ফুলে ফুলে রুটি হয়।
প্রতিদিন কত রুটি আসে যে
টেবিলে থালা ভরে,
রুটি বানানোর ইতিহাসটুকু
রয়ে যায় অগোচরে।
কেউতো জানেনা রুটি তৈরী তে
কত ঘাম ঝরে যায়,
সুখী মানুষেরা রেডিমেড পেয়ে
আরামে বসে খায়।
পাশাপাশি প্লেটে রুটি-গোশত
কেউ বুঝি কারো নয়।।
আটার নরমে তাওয়ার গরমে
ফুলে ফুলে রুটি হয়।।"
😂😂😂
collected

শ্বাশুড়ি : বলতো বৌমা, রান্না করতে কি কি লাগে?
বৌমা : অসহ্য লাগে, বিরক্ত লাগে আর গরম লাগে।
😀😀😀

23-Nov-2020 তারিখের কুইজ
(অংশগ্রহণ করেছেন: 362+)
প্রশ্নঃ আবার লিভার ক্যান্স্যার (জন্ডিস) এর প্রকোপ বেড়ে চলেছে, করোনাতে প্রতিদিন যে পরিমানে মানুষ মারা যান তার চেয়ে লিভার ক্যান্স্যারে বেশি মানুষ মারা যান। এটা এতই ভয়াবহ রোগ যে, একবার হলে সম্পূর্ণরূপে সুস্থ হওয়া প্রায় অনিশ্চিত। আপনার বাড়ির আসে পাশে খবর নিয়েই জানতে পারবেন, কেউ না কেউ এই রোগে মারা গিয়েছে। এরোগের টিকা রয়েছে, কিন্তু সেটি আক্রান্ত হওয়ার পূর্বেই গ্রহণ করতে হয়, আর এর ব্যায় একেবারেই কম। তাই বিলম্ব না করে যতদ্রুত সম্ভব পরিবারের সবাইকে এই টিকা গ্রহণ নিশ্চিত করা। এই রোগের চিকিৎসা নয়, প্রতিরোধই একমাত্র হাতিয়ার। আর কুইজ মুদ্রাস্ফীতি মানে কি?
(A) টাকার মান কমে যাওয়া।
(B) টাকার মান বেড়ে যাওয়া
(C) বেশি করে টাকা ছাপানো