About Nadin Islam

১ থেকে ১০০ পর্যন্ত পর্যন্ত কতটি ৯ আছে?
A) 9
B) 10
C) 11
D) 12

■● কুকুরের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে
২৮,০০০ গুণ বেশি।
: ► প্রাণীদের মধ্যে বিড়ালই সবচেয়ে বেশি
ঘুমায় (দৈনিক ১৮ঘন্টা)।

■● কুকুরের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে
২৮,০০০ গুণ বেশি।
: ► প্রাণীদের মধ্যে বিড়ালই সবচেয়ে বেশি
ঘুমায় (দৈনিক ১৮ঘন্টা)।

বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয় কত সালে? ক. ১৯০৩ খ. ১৯১৩ গ. ১৯২৩ ঘ. ১৯৩৩

► বাংলাদেশের টাকশাল কোথায় অবস্থিত (যেখানে টাকা তৈরী করা হয়)- গাজীপুর, শিমলতুলী ।

► বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত- গাজীপুর, শিমলতুলী ।

Good Night Everyon.

চাঁদে অবতরণের ঠিক আগ মুহূতেই ভেঙে চুরমার হয়ে গেল ইসরাইলের চন্দ্রযান ‘বেরেশিত’। সফল হল না দেশটির চাঁদ ছোঁয়ার স্বপ্ন।

যে কারো সাথেই দেখা হোক না কেন প্রথমে কথমে কথা না বলে সালাম দিতে হয়। এতের ভালো গুণ ফুটে ওঠে।

শিশুদের জন্য খেলাধুলা ‘মানসিক বিকাশ” ঘটানোর সহায়ক। খেলা সম্প্রীতির বন্ধন, খেলাধুলা শরীর ও মনকে ভাল রাখে। শরীর সুস্থ্য রাখার জন্য প্রতিদিন কমপক্ষে ৩০মি. ব্যায়াম/খেলাধুলা করতে হবে। বয়ষ্কদের খেলা-ধুলার সুয়োগ না থাকলে সকালে/বিকালে কমপক্ষে ১৫-২০মি. দৌড়ান/ব্যায়াম করা উচিত। ফুটবল খেলার বিশ্বকাপ ট্রপিতে আনুমানিত কতটুকু স্বর্ণ থাকে।

চা পাতায় কোন ভিটামিন থাকে - ভিটামিন-বি কমপ্লেক্স।

. ৪ কি.মি./ ঘন্টা বেগে চলে কোনো স্থানে পৌছাতে যে সময় লাগে ৫ কি.মি./ ঘন্টা বেগে চললে তার চেয়ে ১ ঘন্টা কম সময় লাগে। স্থানটিএর দূরত্ব কত?
১০ কিমি
২০ কিমি
১৬ কিমি
৩০ কিমি

কুল কাঠের আগুন' এর প্রকৃত অর্থ কি?

ক) কাঠের পুতুল
খ) কূপমণ্ডূক
গ) এলাহী কাণ্ড
ঘ) তীব্র জ্বালা

1. সম্প্রতি কলকাতায় মাষ্টারদা সূর্যসেনকে নিয়ে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের নাম কি?
মাষ্টার ম্যাজিক
চিটাগং
হিরো অব বেঙ্গল
মাষ্টারদা
Correct answer is : চিটাগং

1. জোট নিরোপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
হারারে, ১৯৮৯ সাল
বেলগ্রেড, ১৯৬১ সাল
হাভানা, ১৯৭৩ সাল
কায়রো, ১৯৭০ সাল

কোন পণ্যটি বাংলাদেশের 'হোয়াইট গোল্ড ' নামে পরিচিত।
ক.পাট
খ.ধান
গ.চিনি
ঘ.চিংড়ি

বাংলাদেশ আবহাওয়া স্টেশন -৩৬ টি।

26-Feb-2020 তারিখের কুইজ
(অংশগ্রহণ করেছেন: 6+)
প্রশ্নঃ ১৯০০-এর দশকে নির্বাক এবং ১৯৫০-এর দশকে সবাক চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন শুরু হয়। চলচ্চিত্রের উৎপত্তি ১৯১০-এর দশকে হলেও এখানে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে আগ্রহের সৃষ্টি হয়েছে ১৯৫০-এর দশকেই। “বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে” গানটিতে নিচের কোন শিল্পী কন্ঠ দিয়েছেন?
(A) কুমার বিশ্বজিৎ
(B) এন্ডু কিশোর
(C) খালিদ হাসান মিলু