আমার নাম “ইয়ামিন হুসাইন”, মধ্য বিত্ত্ব পরিবারের সাধারণ একটি ছেলে, আমার পৈত্রিক ভূমি বাংলাদেশের বরিশাল জেলায়, কিন্তু জন্ম সাতক্ষীরা (নানার বাড়ী) জেলায়, বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকাতে অবস্থানরত। ছোট বেলা থেকেই কোন কিছু আবিষ্কারের নেশায় বিভোর ছিলাম, আবার আর দশটি ছেলের মত দুষ্টামী করাও বাদ যেত না, অপরপক্ষে আই.টি ও প্রযুক্তিগত সব কিছুতেই কৌতুহল ছিল অপরিমেয়। মাঝে মাঝে “চিকিৎসা পদ্ধতি”-কে আরো সহজ ও সুলভ (স্বল্প খরচ) চিন্তা করার করতাম..।
*****
=> টাকার লোভ দেখিয়ে অনুগ্রহ পূর্বক কেউ (ইয়ামিন)-কে দুর্বল করতে আসবেন না, এগুলা প্রয়োজনের তুলনায় বেশি স্টক আছে...
=> আমি গভির জলের মাছ বা রাঘব বোয়াল (সন্ত্রাসী) নই, কিন্তু এগুলো শিকার করতে ভালোবাসি...
=> Do or Die.
=> টাকা আমার পিছু ঘোরে.... আর আমি দায়িত্বের পিছু ঘুরি....
=> বেশি বাঁচতে চাইলে, কম খাও....
=> তুমি ঘুমিয়ে থাকলে তো, তোমার ভাগ্যও ঘুমিয়ে
প্রশ্নঃ পাসপোর্ট আবেদন সাধারণত দুই ধরনের হয়। সাধারণ ও জরুরী। সাধারণ পাসপোর্ট এর ক্ষেত্রে ফি দিতে হয় ৩,৪৫০ টাকা এবং ২১ কর্ম দিবসের মধ্য পাসপোর্ট হাতে পাওয়া যায়। জরুরী পাসপোর্টের ক্ষেত্রে ফি দিতে হয় ৬,৯০০ টাকা এবং ৭ কর্ম দিবসের মধ্য পাওয়ার হাতে পাওয়া যায়। উল্লেখ্য যে, উক্ত সময় ও টাকা কম বেশি হতে পারে। পাসপোর্ট করার সর্বনিম্ন বয়স কত?